শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মিয়ানমার অভিমুখে লংমার্চের ডাক চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার অভিমুখে লংমার্চের ডাক চরমোনাই পীরের

 

 

মিয়ানমারে বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত ১৮ ডিসেম্বরের লংমার্চে যোগ দেওয়ার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে পীর চরমোনাই বলেন, ১৮ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে জমায়েত শেষে মিয়ানমার অভিমুখে লংমার্চ কাফেলা রওনা দিবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সব প্রকার নাগরিক ও মানবিক অধিকার হরণ করা হয়েছে। বিষয়টি মানবাধিকার বিবেচনায় আন্তর্জাতিক মিডিয়া অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করেছে। তিনি বলেন, যে কোনো মূল্যে মিয়ানমারের মুসলমানদের বাঁচাতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক সব চক্রান্তের জাল ছিন্ন করে ১৮ ডিসেম্বরের লংমার্চ সফল করতে হবে। এটা মুসলমানদের অস্তিত্বের লড়াই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর