শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিরপেক্ষ ইসির দাবি নিয়ে যাব

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ ইসির দাবি নিয়ে যাব

‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশন গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সুষ্ঠু ও সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে—এমন একটি যোগ্য নির্বাচন কমিশন গঠন করার জন্য আমরা বলছি। এ নিয়ে একটি প্রস্তাবও দিয়েছেন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা  সেই প্রস্তাব পেশ করব।’ গতকাল মহান ‘বিজয় দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন। দিবসটি উপলক্ষে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অপর্ণ করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীরা। সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠন অনুরূপ কর্মসূচি পালন করে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে ফুল দেওয়ার পর স্মৃতিসৌধের বেদিতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন বেগম জিয়া। সাভার থেকে ফিরে দুপুরে সিনিয়র নেতাদের নিয়ে ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে যান খালেদা জিয়া। সেখানে ফুল দেওয়ার পর মোনাজাতে অংশ নেন বিএনপি প্রধান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর