রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
রোহিঙ্গা বোঝাই ১৯ নৌকা ফেরত

ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায় ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি। জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন  রেতনো। অং সান সু চির আহ্বানে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা ইয়াঙ্গুনে এক বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে। বৈঠকে রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। রেতনো বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মঙ্গলবার বৈঠকে মিলিত হওয়ার জন্য ঢাকা যাচ্ছি।’

এর আগে সোমবার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হওয়ার জন্য মিয়ানমার যাবেন।

এদিকে কক্সবাজারের টেকনাফে নাফ নদের দুটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা নাগরিকদের বহনকারী ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠান হয়। বিজিবি জানিয়েছে, নৌকাগুলোয় আড়াইশয়েরও বেশি রোহিঙ্গা নাগরিক ছিল। প্রতি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল। টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি নৌকাগুলোকে সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া প্রায় রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

সর্বশেষ খবর