রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত সাঁওতালদের আর্থিক সহায়তা প্রধান বিচারপতির

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের ইক্ষু খামারের জমিতে বসবাসরত সাঁওতালদের ঘরবাড়ি ৬ নভেম্বর পুড়িয়ে দেওয়ার পর মাদারপুর ও জয়পুরপাড়া  গ্রামে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্তদের অবস্থা গতকাল দুপুরে পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। প্রধান বিচারপতির পক্ষে তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে আসেন এবং নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অর্থ ও কম্বল বিতরণ করেন। মাদারপুর গির্জা চত্বরে এক সমাবেশে তিনি বলেন, ‘প্রয়োজনের তুলনায় সুপ্রিমকোর্টের বাজেট কম। তার পরও আমরা যেভাবেই হোক আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি। আর্থিক সহায়তা বড় কথা নয়, মাননীয় প্রধান বিচারপতি সব সময় আপনাদের খোঁজখবর নিচ্ছেন। তিনি আপনাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি আসতে পারেননি কিন্তু তার প্রতিনিধি হিসেবে আমাদের পাঠিয়েছেন আপনাদের দুঃখ-দুর্দশা দেখতে। আমরা যা দেখে গেলাম, তা তাকে জানাব। এখানকার সমস্যা ও সাঁওতালদের দুর্দশা লাঘবের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল জাহিদ হোসেন, গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজানুর রহমান প্রমুখ। এরপর প্রধান বিচারপতির পক্ষে ওই গির্জা চত্বরে সাহেবগঞ্জ ইক্ষু খামারের বসতি থেকে উচ্ছেদ ঘটনায় নিহত শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডির পরিবারকে ১ লাখ করে টাকার অনুদানের চেক এবং ক্ষতিগ্রস্ত ১৭৮ পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া শীতার্ত সাঁওতালদের মধ্যে ৩০০ কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ খবর