সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে আজ দুই দিনের ঝটিকা সফরে ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আজ ইয়াঙ্গুনে আলোচনা শেষ করে ঢাকা এসে পৌঁছাবেন মারসুদি। তিনি আগামীকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ   আলীর সঙ্গে বৈঠক করবেন। ঢাকার পররাষ্ট্র কর্মকর্তারা এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন, কারণ এই সফরে মিয়ানমারের একটি বার্তা পাওয়া যেতে পারে। অবশ্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের বরাত দিয়ে সেখানকার গণমাধ্যমগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি সফরে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানের উপায় খোঁজার চেষ্টা করবেন। আর রেতনো মারসুদি সে দেশের সাংবাদিকদের বলেছেন, ‘মিয়ানমারের স্টেট কাউন্সিলরের (অং সান সু চি) আমন্ত্রণে ১৯ ডিসেম্বর আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইয়াঙ্গুনে রাখাইন রাজ্যের অবস্থা নিয়ে বৈঠক করবেন। আমাদের প্রত্যাশা যে মিয়ানমারের সরকার রাখাইন রাজ্যের সর্বসাম্প্রতিক অবস্থার খুঁটিনাটি জানাবে। সরাসরি স্টেট কাউন্সিলরের কাছ থেকে এসব বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া একটি দারুণ শুরু।’ কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাখাইন রাজ্যে সংখ্যাগুরু বৌদ্ধদের পাশাপাশি বসবাস করে রোহিঙ্গা মুসলিমরা। গত অক্টোবরে জঙ্গি হামলায় মিয়ানমারের নয় সীমান্তরক্ষী নিহত হওয়ার পর সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। হত্যা, ধর্ষণ ও লুটপাটের মতো ঘটনা ঘটে। পালিয়ে বাংলাদেশে চলে আসে প্রায় ২৫ হাজার বাংলাদেশি। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের ঘটনায় ততটা সরব না হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন নোবেলজয়ী অং সান সু চি। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইন্দোনেশিয়া। সু চির কঠোর সমালোচনা করেছে প্রতিবেশী মালয়েশিয়াও।

সর্বশেষ খবর