মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ঢাকায় ইন্দোনেশিয়ার মন্ত্রী

আলোচনা হবে রোহিঙ্গা ইস্যুতে

কূটনৈতিক প্রতিবেদক

আলোচনা হবে রোহিঙ্গা ইস্যুতে

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি ঢাকা এসেছেন। তিনি গতকাল রাত ১০টার কিছু আগে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আজ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। রেতনো মারসুদি গতকাল দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুনে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষ করে ঢাকা রওনা হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন ঢাকার পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা। দুই দিনের সফর শেষে আজই তিনি ঢাকা ত্যাগ করবেন। এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল মিয়ানমারের ইয়াঙ্গুনে হওয়া বৈঠকে অং সান সু চি আসিয়ান সদস্য দেশগুলোকে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে ব্রিফ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ানের সদস্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড,  ব্রুনাই, কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি রাখাইন রাজ্যে সীমাহীন নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, শিশু নির্যাতন, ধর্ষণ মিয়ানমার সরকারের পদক্ষেপের কারণে ঘটছে বলে উল্লেখ করেন। বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল বা খ্যাতিমান ব্যক্তিদের দ্বারা রাখাইন রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তদন্ত প্রতিবেদন তৈরির আহ্বান জানানো হয়েছে। সূত্র জানায়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বৈঠকের পর জানিয়েছেন, মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে মানবিক সহায়তা কর্মীদের প্রবেশের অনুমতি দিয়েছে। যদিও এ বিষয়ে কোনো দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। পাশাপাশি মিয়ানমারের পক্ষ থেকে আসিয়ান দেশগুলোকে রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়মিত জানানোর অঙ্গীকারও করা হয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আজ রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে উখিয়া যাচ্ছেন।

সর্বশেষ খবর