মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
রাজস্ব আদায়ে সচেতনতা

ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে পার্টনারশিপ করছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে পার্টনারশিপ করছে এনবিআর

‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর’ —এমন মূলমন্ত্র নিয়ে রাজস্ব আদায়ে সচেতনতা বাড়াতে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে পার্টনারশিপ বা অংশীদারিত্বমূলক সচেতনতা কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি এ জন্য ব্যাপক কর্ম-পরিকল্পনা গ্রহণ করছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে একটি গাইড লাইন। এ ব্যাপারে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জানিয়েছেন, ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের (যেমন : ইমাম, পুরোহিত ও ভিক্ষু) মাধ্যমে জনগণের মাঝে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সারা দেশে সব ক্ষেত্রে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চলমান প্রয়াসের ধারাবাহিকতায় সম্মানিত ইমাম সাহেবদের মতো ধর্মীয় প্রধানদের মাধ্যমে জনগণকে রাজস্ব প্রদানে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আশা করছি, সবাই এগিয়ে আসবে।  প্রসঙ্গত, চলতি ২০১৬-১৭ অর্থবছরে দেশে করদাতার সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলেও করদাতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে চলতি অর্থবছরে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন শেষে আরও বাড়তি রাজস্ব আয়ের স্বপ্ন দেখছে এনবিআর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের চলতি অর্থবছরের বাজেট ঘোষণা অনুযায়ী রাজস্ব জিডিপি অনুপাত ৮ দশমিক ৯৮ শতাংশ থেকে বাড়িয়ে আগামী ২০১৮-১৯ অর্থবছরে ১৫ দশমিক ৩ শতাংশে উন্নীত করতে চায় বর্তমান মহাজোট সরকার। এই সরকারের শেষ দিকে ২০১৮-১৯ অর্থবছরে ৫ লাখ কোটি টাকার বাজেট প্রদানের ঘোষণাও এরই মধ্যে দিয়েছেন অর্থমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত সরকারের রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান এনবিআর তিন ধরনের রাজস্ব আদায় করে। এগুলো হলো আয়কর, মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট এবং আমদানি শুল্ক। এর বাইরে কর-বহির্ভূত রাজস্ব আদায় করে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এনবিআরের কাঁধে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আছে। আর বাকি রাজস্ব আসবে এনবিআর বহির্ভূত খাত থেকে। এনবিআর বা কর-বহির্ভূত রাজস্ব আয় মিলিয়ে নতুন অর্থবছরে মোট ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। যা মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি-জিডিপির ১২ দশমিক ৪ শতাংশ।

সর্বশেষ খবর