মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

তাদের রাজনীতি শান্তি দিতে পারেনি

নওগাঁ প্রতিনিধি

তাদের রাজনীতি শান্তি দিতে পারেনি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, মওলানা ভাসানী ঔপনিবেশিক ব্রিটিশ-ভারতে, পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশে সারা জীবন কৃষক ক্ষেতমজুর-আদিবাসীসহ গ্রামের অবহেলিত, নিপীড়িত মানুষ ও শ্রমজীবী মেহনতি জনতার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন যোদ্ধা। তার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে শোষণ মুক্তির লক্ষ্যে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তুলতে হবে। খালেকুজ্জামান বলেন, বড় দুই জোটের অধঃপতিত বুর্জোয়া রাজনীতি ৪৫ বছরেও জনগণকে শান্তি-সমৃদ্ধি দিতে পারেনি। তিনি গতকাল বিকাল সাড়ে ৩টায় নওগাঁ নওজোয়ান মাঠে মজলুম জননেতা মওলানা ভাসানী স্মরণে আয়োজিত এক কৃষক ও ক্ষেতমজুর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলতাফুল হক চৌধুরী আরব। বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন ভাসানী গবেষক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ভারতের নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট লেখক অজিত কুমার রায়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক ও বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি ও বাসদের কেন্দ্রীয় সদস্য জাহেদুল হক মিলু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ও বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক প্রদ্যুৎ ফৌজদার এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নওগাঁ জেলা কমিটির সভাপতি মঙ্গল কিসকু।

সর্বশেষ খবর