বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টেলিগ্রাফের প্রতিবেদনে নিম্নমানের পরিবহন তালিকায় বিমান

মামলা হচ্ছে ৯ প্রকৌশলীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বিমান বহরের নাট ঢিলার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হচ্ছে। এই ৯ জনের সবাই বরখাস্ত হওয়া বিমানের প্রকৌশলী। বিমানবন্দর থানায় গতকালই এই মামলা (এফআইআর) দায়ের করার প্রস্তুতি নিয়েছিল বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর থানা সূত্র। গত ২৭ নভেম্বর ঢাকা থেকে বোয়িং ৭৭৭-৩০০ এয়ারক্রাফটে বিজি-১০১১ ফ্লাইটে হাঙ্গেরি যাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তুর্কমেনিস্তানের আশখাবাতে জরুরি অবতরণ করে।  এ দিন ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বিশ্বের নিকৃষ্টতম ২১টি বিমান সংস্থার নাম প্রকাশ করা হয়েছে। যাতে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’-এর নামও রয়েছে। গত সোমবার ‘দ্য টোয়েন্টি ওয়ান ওর্স্ট এয়ারলাইনস ইন দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। টেলিগ্রাফ প্রকাশিত ওই তালিকায় বাংলাদেশ বিমান ছাড়া আরও আছে নাসাউয়ের ‘বাহামাসেইর’, সোফিয়ার ‘বুলগেরিয়া এয়ার’, চীনের ‘চায়না ইউনাইটেড এয়ারলাইনস’, কিউবার ‘কিউবানা এয়ারলাইনস’, ‘ইরান এয়ার’, ইন্দোনেশিয়ার ‘লায়ন এয়ার’, ইরানের ‘মাহান এয়ার’, ‘নেপাল এয়ারলাইনস’, তুরস্কের ‘অনুর এয়ার’ ও ‘পেগাসাস এয়ারলাইনস’, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ভিত্তিক ‘রোশিয়া এয়ারলাইনস’, প্রাগের ‘স্মার্ট উইংস’, আমেরিকার ফ্লোরিডাভিত্তিক ‘স্পিরিট এয়ারলাইনস’, সুদান ‘এয়ারওয়েজ’, ‘সিরিয়ান এয়ার’, তাজিকিস্তানের ‘তাজিক এয়ার’, ‘তুর্কেমিনিস্তান এয়ারলাইনস’, ‘ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’, ইয়েমেনের ‘ইমেনিয়া’ এবং উত্তর কোরিয়ার ‘কোরীয় এয়ার’। প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। শুরু থেকে নানা সীমাবদ্ধতা থাকলেও সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিমানে বিপত্তি দেখা দিলে বিমান সংস্থাটির নিরাপত্তা নিয়ে বিতর্ক চরমে ওঠে।

সর্বশেষ খবর