বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সফরে আসা ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি গতকাল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন। তিনি গতকাল সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়া গিয়ে বিকালে ঢাকা ফেরেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ শেষে রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রেতনো মারসুদি। সোমবার রাতে দুদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। কক্সবাজার প্রতিনিধি জানান, গতকাল বেলা ১১টার দিকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী হেলিকপ্টারে উখিয়া পৌঁছান। ১২ পর্যন্ত এই দুই পররাষ্ট্রমন্ত্রী উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের বিভিন্ন ব্লক পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা। তাদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হক। এ ছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে দুই মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা শোনেন। এ সময় দুই মন্ত্রীকে পেয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ভিড় জমান। অনেকে কান্নায় ভেঙে পড়েন। অক্টোবরে মিয়ানমার সীমান্ত-চৌকিতে আক্রমণে কয়েকজন পুলিশ নিহত হন। এরপর মিয়ানমারের সশস্ত্র বাহিনী নিরীহ রোহিঙ্গাদের ওপর আক্রমণ চালায়। এখন পর্যন্ত শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন এবং ৩০ হাজারের বেশি গৃহহারা হয়েছেন। এ ছাড়া নিজেদের জীবন বাঁচাতে ৩০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছেন।

সর্বশেষ খবর