বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ও দেশটির সংসদ সদস্য রুশনারা আলী গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারীর সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ  আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটনের এমপি রুশনারা আলী। সন্ধ্যায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় দুই দেশের বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করেন রুশনারা আলী। এরপর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, বেক্সিটের কারণে ইউকে-বাংলাদেশ বাণিজ্যে কোনো ক্ষতি হবে না বরং বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চায় যুক্তরাজ্য। তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে যুক্তরাজ্য একক দেশ হিসেবে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম গ্রাহক। আমেরিকা, জার্মানির পরই যুক্তরাজ্যের অবস্থান। বাংলাদেশে যুক্তরাজ্যের ২০০-এর বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু রয়েছে। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পদ্মা সেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের জন্য এমওইউ স্বাক্ষর করেছে। অর্থনৈতিক ও সামাজিকসহ সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্য সন্তোষ প্রকাশ করেছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান বিনিয়োগ নীতির প্রতি আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য চাইলে যে কোনো একটি ইকোনমিক জোন তাদের বরাদ্দ দেওয়া হবে। সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপনকান্তি ঘোষ এবং যুগ্ম-সচিব (এফটিএ) মুনির চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে রুশনারা আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এতে বাংলাদেশ থেকে লন্ডনগামী বিমানে সরাসরি কার্গো পাঠানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য অনুরোধ জানান বিমানের চেয়ারম্যান। রাতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সর্বশেষ খবর