শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সময় পেলেন খালেদা জিয়া

ফের শুনানি ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য ফের সময় পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অসমাপ্ত এ বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। গতকাল খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ নির্ধারণ করেন।

অন্যদিকে একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য দিন ধার্য ছিল। ওই মামলায়ও সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫ জানুয়ারি দিন ধার্য করে। খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল গতকাল। বেলা সোয়া ১১টার দিকে তিনি পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে গিয়ে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে নাতনি জাফিয়া রহমান ছিলেন। জাফিয়া রহমান খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বড় মেয়ে। খালেদা জিয়ার আইনজীবীরা গতকাল সময় চেয়ে আদালতকে বলেন, এ মামলায় উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য বাতিল চেয়ে করা আবেদন আদালত নাকচ করেছে। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখা আবশ্যক। শুনানি শেষে ৫ জানুয়ারি নতুন এই তারিখ ধার্য করে আদালত। এ মামলার অন্য আসামিরা হলেন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও তার একান্ত সচিব জিয়াউল ইসলাম এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এর মধ্যে হারিছ চৌধুরী শুরু থেকেই পলাতক। বাকিরা জামিনে আছেন। প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে মামলা করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি চারজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করে আদালত।

সর্বশেষ খবর