শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্বসেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বসেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেয়েছেন কাটার মাস্টার।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই মুস্তাফিজ হয়ে যান মহাতারকা। বাংলাদেশের জার্সিতে একের পর এক বিশ্ব রেকর্ড গড়েছেন। টি-২০, ওয়ানডে কিংবা টেস্ট —তিন ফরম্যাটেই বল হাতে সফল মুস্তাফিজ। আর দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ক্রিকেটের  অভিভাবক সংস্থা আইসিসির সেরা স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই তারকা পেসার। ২০১৫ সালের নভেম্বরের পর মুস্তাফিজ আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। তারপরেও সেরা হয়েছেন। বর্ষসেরা পুরস্কারে মনোনীত করার ক্ষেত্রে আইসিসি ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করেছে। এই সময়ের মধ্যে মুস্তাফিজ ওয়ানডেতে ৮ উইকেট এবং টি-২০তে ১৯ উইকেট নিয়েছেন।

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে ভীষণ খুশি মুস্তাফিজ, ‘এই পুরস্কারটি এ বছরে আমার পাওয়া সেরা উপহার। ভবিষ্যতে আরও ভালো খেলতে এটি আমাকে অনুপ্রাণিত করবে।’

এখন জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন কাটার মাস্টার। দীর্ঘ দিন ইনজুরির পর দলে ফিরেছেন। জাতীয় দলের হয়ে সব শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। গতকাল নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলায় ফিরেছেন। ম্যাচে বাংলাদেশ হারলেও মুস্তাফিজ বল হাতে তুলে নিয়েছেন দুই উইকেট। ৭ ওভারে দিয়েছেন মাত্র ৩৯ রান। ম্যাচ শেষেই বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার খবর পেয়েছেন মুস্তাফিজ। মিডিয়াকে অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতে আমি গর্বিত ও আনন্দিত। আন্তর্জাতিক ক্রিকেট খেলা যেকোনো তরুণ ক্রিকেটারের জন্য একটা বড় স্বপ্ন। আর এই পুরস্কার জেতাটা আমার জন্য স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার। যারা আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে ভালো খেলতে সহায়তা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

সর্বশেষ খবর