শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিক্ষার্থীদের বিক্ষোভে খুলল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাবি প্রতিনিধি

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে প্রশাসন। ফলে অবসান ঘটেছে উপাচার্য আমিনুল হক ভুইয়ার ২১ ঘণ্টা অবরুদ্ধ অবস্থার। জানানো হয়েছে, আবাসিক হলগুলো আগামী রবিবার খুলে দেওয়া হবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বুধবার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে ওইদিন থেকেই বিক্ষোভ দেখান সাধারণ শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী সিলেট-সুনামগঞ্জ সড়ক ও পরে উপাচার্যকে অবরোধ করে রাখেন। একপর্যায়ে তারা উপাচার্য ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বুধবার রাত ১০টার দিকে বেগম সিরাজুন্নেছা চৌধুরী ও প্রথম ছাত্রী হল থেকে ছাত্রীরাও তালা ভেঙে বেরিয়ে এসে যোগ দেন আন্দোলনে। মিছিল, স্লোগান আর জাগরণের গানে গানে প্রতিবাদ জানাতে থাকেন। আন্দোলনকারীরা ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম চালু রেখে সংঘর্ষে জড়িতদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জানা গেছে, সারা রাত বিদ্যুত্হীন থাকার পর গতকাল সকাল সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকেন উপাচার্য। ১১টায় সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল থেকেই ক্লাস-পরীক্ষা এবং রবিবার থেকে আবাসিক ছাত্র হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে শুধু বৈধ শিক্ষার্থীরাই আইডি কার্ড দেখিয়ে হলে থাকতে পারবেন। এ ঘোষণার পর উপাচার্যের ওপর থেকে অবরোধ তুলে নিয়ে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর