শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রার্থীদের সহযোগিতায় ভোট শান্তিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রার্থীদের সহযোগিতায় ভোট শান্তিপূর্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘প্রার্থীদের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রার্থী ও সমর্থকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবারই আমরা উদ্যোগ গ্রহণ করি। এবার জায়গাটা ছিল ছোট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা  হয়েছিল। প্রার্থীরাও সহযোগিতা করেছেন।’ গতকাল বিকাল ৫টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি। কাজী রকিবউদ্দীন বলেন, কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের কারণে আজ (গতকাল) তিনজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে আচরণবিধি যাতে যথাযথভাবে পালিত হয় সেজন্য প্রতি ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মাদ আবদুল মোবারক, মো. আবু হাফিজ, ব্রি. জে. (অব.) মো. জাবেদ আলী, ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

সর্বশেষ খবর