শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচনের নতুন রেকর্ড

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে। আজকে আমার মনে হয় শান্তিপূর্ণ নির্বাচনের একটা নতুন রেকর্ড স্থাপিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে। অনেক শঙ্কা, তৃতীয় শক্তি, সমস্যা-সংকট, উদ্বেগ এসবের জল্পনা-কল্পনা ছিল। কিন্তু বাস্তবে সবকিছুই ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিকে দেওয়া ওয়াদা আমরা পালন করতে সক্ষম হয়েছি। জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ তা মেনে নেবে। আশা করি আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী জয়ী হবেন।’ গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ নির্বাচন যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সর্বাত্মক স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের পার্টি সেখানে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। সরকারের সবাই দায়িত্ব পালন করেছে একটা নিরপেক্ষ শান্তিপূর্ণ অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য।’ এই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জের জনগণকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনও জানান ওবায়দুল কাদের। পাশাপাশি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানান তিনি। ভোট গ্রহণ শেষে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন নির্বাচন শেষ হয়েছে। রেজাল্ট আসবে। ফলাফলের ব্যাপারেও আমরা ইনশা আল্লাহ আশাবাদী। জনগণের রায়েই আমরা জয়ী হব।’ তিনি বলেন, বিএনপি এ সরকারের অধীনে এ পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে তা বলেনি। কিন্তু নারায়ণগঞ্জের নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু বলে দাবি করেছেন তারা। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফসল। যে যা-ই বলুক, শেখ হাসিনা গণতন্ত্রের মানসকন্যা, তা তিনি প্রমাণ করেছেন। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর