শিরোনাম
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছে পুলিশ

ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানে দুজন নিহত, একজন আহত ও চারজন আত্মসমর্পণ করেছে। নিহতরা হচ্ছে জঙ্গি সুমনের স্ত্রী ও এক তরুণ। চার আত্মসমর্পণকারী হচ্ছে রূপনগরে নিহত মেজর জাহিদের স্ত্রী শিলা ও তার সন্তান এবং জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাত থেকে আশকোনার সূর্য ভিলা নামের বাড়িটি ঘিরে রেখেছিল। গতকাল ভোর থেকে এই বাড়িতে জঙ্গিদের ধরতে অভিযান শুরু করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে আসছিল। এই আহ্বানে সাড়া দিয়ে নিহত মেজর জাহিদের স্ত্রী ও মেয়ে এবং জঙ্গি মুসার স্ত্রী ও মেয়ে আত্মসমর্পণ করেছে। এরপর থেকে বাকি তিনজন এই বাড়ির ভিতরে ছিল। আমাদের পুলিশ বাহিনী জঙ্গিদের সঙ্গে নেগোসিয়েশন করেই যাচ্ছিল। তারা চরম ধৈর্য দেখিয়েছে। তাদের সঙ্গে নেগোসিয়েশন করতে করতেই বেলা দেড়টার দিকে জঙ্গি সুমনের স্ত্রী এবং তার শিশু মেয়েটিকে নিয়ে বেরিয়ে আসে। তার গায়ে সুইসাইডাল ভেস্ট বাঁধা ছিল। তাতে তাজা গ্রেনেড ছিল। একপর্যায়ে সুইসাইড ভেস্টের সুইচ ধরে টান দিলে তা বিস্ফোরিত হয়। ওই মহিলা তাত্ক্ষণিক মৃত্যুবরণ করে। সঙ্গে থাকা শিশুটি গুরুতর আহত হয়। পুলিশ ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপরও ভিতরে একটি ছেলে ছিল। সে কিছুতেই আত্মসমর্পণ করছিল না। তাকে আত্মসমর্পণের অনুরোধে কাজ না হলে পুলিশ ভিতরে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এরপর সে গুলি করতে শুরু করে। তার কাছে গ্রেনেড ছিল। সেগুলো ছুড়তে শুরু করে। একপর্যায়ে পুলিশ তার অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে ভিতর থেকে গুলি বন্ধ হয়। ভিতরে তাকে নিহত অবস্থায় পাওয়া গেছে। মেজর জাহিদের স্ত্রী ও মেয়ে এই বাসাটিতে ছিল। বাসাটি ভাড়া করেছিল মুসার স্ত্রী ও মেয়ে।

সর্বশেষ খবর