শিরোনাম
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র দিয়ে ভুল করেছি : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘স্বাধীনতাযুদ্ধের পর আমরা বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা না দিয়ে যদি কাঁধে তুলে দিতাম, তাহলে কারও সাধ্য ছিল না আমাদের অস্বীকার করে। সেদিন বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দেওয়া কোনো কাজেই আসেনি। আমি ভুল করেছিলাম। আমি আওয়ামী লীগের ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আওয়ামী লীগের নেতৃত্বে আমি মুক্তিযুদ্ধ করেছি। বর্তমান আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কোনো মিল খুঁজে পাই না।’

তিনি গতকাল দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষক শ্রমিক জনতা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও টাঙ্গাইল জেলা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘আজকে সংসদে ৮০ ভাগ মন্ত্রী-এমপি ব্যবসায়ী। সংসদ ভবন এখন লুটেরাদের হাতে। প্রধানমন্ত্রীর বহনকারী বিমানের ত্রুটির জন্য কর্মকর্তাদের শাস্তি হয়। অথচ বিমানমন্ত্রী বহাল থাকেন কীভাবে? তাই আগামী সংসদ নির্বাচনের আগে যদি বিমানমন্ত্রী রাশেদ খান মেননকে পদত্যাগ করানো না হয়, তাহলে তাকে আমি তার গাড়ি থেকে টেনে রাস্তায় নামিয়ে আনব।’ কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও একাত্তরের কাদেরিয়া বাহিনীর বেসামরিক কর্মকর্তা আবু মোহাম্মদ এনায়েত করিম, কবি বুলবুল খান মাহবুব, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী ও টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর