সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংখ্যালঘুদের বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা

কুপিয়ে আহত ১০ জনকে

নোয়াখালী প্রতিনিধি

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অসামাজিক কাজে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের ব্যাপারিবাড়ীতে গতকাল দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামাল হোসেন নামের এক হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বখাটে ফাহিম, সাগর, সনেট, জামাল হোসেন ও দুর্গাপুরের সাইফুলের নেতৃত্বে একদল বখাটে দীর্ঘদিন ধরে ব্যাপারিবাড়ীর সামনে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছিল। তারা সকাল-বিকাল স্কুল-কলেজে আসা-যাওয়ার পথে ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেন ব্যাপারিবাড়ীর খগেন্দ্র কুমার ভৌমিকের ছেলে নন্দদুলাল ভৌমিক। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুরে বখাটে ফাহিম, সাগর, সনেট, জামাল ও সাইফুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যাপারিবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দেওয়ায় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে অন্তত ১০ জনকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত খগেন্দ্র কুমার ভৌমিক (৭০), নন্দদুলাল ভৌমিক (৪২), দিরেন্দ্র কুমার ভৌমিক (৫০), বিকাশ চন্দ্র ভৌমিক (২০) ও সুদর্শন চন্দ্র ভৌমিককে (৫৫) বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সময় এলাকাবাসী জামাল হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে থানায় এনেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর