সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আত্মঘাতী হামলার ঘটনা আরও ঘটতে পারে : কাদের

ফেনী প্রতিনিধি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার উত্তরার দক্ষিণখান জঙ্গি আস্তানায় আত্মঘাতী হামলার মতো ঘটনা আরও ঘটতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে ও প্রতিরোধ করে জঙ্গিদের পরাজিত করতে হবে।

গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলওয়ে ওভারপাস প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি     এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বার্লিনসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটছে। এ ছাড়া পাকিস্তানে তো প্রতিনিয়তই ঘটছে জঙ্গি হামলা। তাদের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা এসব ঘটনা সতর্কতার সঙ্গে মোকাবিলা করেছে ও করছে। গুলশান ও শোলাকিয়া তার অনন্য উদাহরণ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের নির্বাচন দেশের একটি রোল মডেল। সিটি নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই। বিএনপি বিভিন্ন লোকের সমন্বয়ে গঠিত একটি দল। তারা যেহেতু সুসংগঠিত নয়, তাই তাদের এক এক নেতা এক এক রকম কথা বলতেই পারে। আওয়ামী লীগ সব সময় এক সুরে কথা বলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন প্রকল্পের ফেনীর ফতেহপুরের রেলওয়ে ওভারপাসের কাজটি নির্দিষ্ট সময় শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান শিপু বিপিএলকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে অর্ধসমাপ্ত কাজটি শেষ করার জন্য মহাসড়কের মহিপাল ছয় লেন ফ্লাইওভারের প্রকল্পের কাজ পরিচালনাকারী সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। এ সময় প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর