সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চক্রান্তে লিপ্ত : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার ক্ষমতায় থাকার জন্য সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করে ফেলেছে। সরকার এই দেশটাকে সম্পূর্ণ বাসের অনুপযোগী করে গড়ে তুলেছে।’ গতকাল দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের বশির উদ্দিন মিলনায়তনে খেলাফত মজলিসের ৯ম কেন্দ্রীয় সাধারণ  পরিষদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে আধিপত্যের প্রতিযোগিতা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘অনির্বাচিত ও অবৈধ সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। এই সরকার এই দেশটাকে, এই রাষ্ট্রকে সম্পূর্ণ বাসের অনুপযোগী করে গড়ে তুলেছে। রাষ্ট্রের যে স্তম্ভ, যে পিলার, সেই পিলারগুলোকে তারা শেষ করে ফেলেছে। কথাটা আমার একার নয়। কালকেই প্রধান বিচারপতি বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করছে, যেটাকে বলা হয়— কে কার থেকে বড় সেই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।’ খেলাফত মজলিসের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন,  হেফাজতের নায়েবে আমির আল্লামা নূর হোসেন কাশেমী, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের প্রমুখ। মির্জা ফখরুল বলেন, ‘আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অত্যন্ত পরিকল্পিতভাবে এই সরকার কাজটি করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনের পথ নেই। বিএনপি বিশ্বাস করে, একটি সত্যিকারের নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা উচিত।

সর্বশেষ খবর