সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মান্না ভালোর দিকে, খোঁজ নিচ্ছেন সবাই

নিজস্ব প্রতিবেদক

মান্না ভালোর দিকে, খোঁজ নিচ্ছেন সবাই

শারীরিকভাবে এখন ভালোর দিকে কারামুক্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুটে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। হাসপাতালে নিয়মিত থেরাপি দেওয়ার পাশাপাশি হার্ট, কিডনি ও আলসারের চিকিৎসা নিচ্ছেন তিনি। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে  মাহমুদুর রহমান মান্না শুধু এটুকুই বলেন, ‘শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’ সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে আটক করা হয়। গ্রেফতারের ২১ মাস পর গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন মান্না। হাসপাতালের কেবিন ব্লকের ৩০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন তিনি। সদ্য কারামুক্ত মান্নাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধারাও। মান্নার সহধর্মিণী মেহের নিগার সার্বক্ষণিক সময় দিচ্ছেন তার স্বামীকে। এরই মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাশাপাশি হাসপাতালে ছুটে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক সময়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির এ দুই নেতা বেশকিছু সময় কাটান ডাকসুর সাবেক এই ভিপির সঙ্গে। খোঁজখবর নেন তার চিকিৎসার। দেখতে যান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও। গতকাল মান্নাকে দেখতে যান ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী ও সাবেক এমপি গোলাম মাওলা রনি। এর আগে বিভিন্ন সময়ে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, ড. সুকোমল বড়ুয়া ও সুভাষ সিংহ রায়। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, আতিকুর রহমান, খন্দকার সেলিমও সার্বক্ষণিক থাকছেন দলের প্রধানের পাশে।

সর্বশেষ খবর