মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোথাও কোথাও আছে বিএনপিও

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন বিএনপির সাবেক দুই নেতা। তবে দলীয়ভাবে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না তারা। এ ছাড়া জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনে অংশ না নিলেও তাদেরও প্রার্থী রয়েছেন। একই সঙ্গে জাসদের প্রার্থীরাও স্বতন্ত্র হিসেবে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মৌলভীবাজারে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা এম এম শাহীন। আনারস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন সাবেক এই এমপি। এ ছাড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আজিজুর রহমান চশমা, জেলা আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ মোটরসাইকেল, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ ঘোড়া, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুহেল আহমদ তালগাছ, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন সাবুল প্রজাপতি প্রতীক নিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক বিএনপি নেতা মো. আবদুল ওয়াহেদ। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে পুলিশ প্রশাসন তার সমর্থক ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। এতে তিনি আশঙ্কা করছেন ক্ষমতাসীন প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন ভোটকেন্দ্র দখল ও প্রকাশ্যে ভোটারদের সিল মেরে সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করা হবে। গাইবান্ধায় চেয়ারম্যান পদে রয়েছেন জাসদের কেন্দ্রীয় নেতা খাদেমুল ইসলাম খুদি। ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জাতীয় পার্টির নেতা হারুনুর রশিদ ও জাসদ নেতা এমদাদুল হক।

সর্বশেষ খবর