মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী

নির্বাচন হবে অন্যান্য দেশের মতোই

নিজামুল হক বিপুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যে প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই একই প্রক্রিয়ায় বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। এ সময় গার্মেন্টস সেক্টরের বিষয়েও আলোচনা হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। গতকালের বৈঠকে গুরুত্বপূর্ণ এজেন্ডা না থাকায় সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন ও গার্মেন্টস খাত নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মন্ত্রিসভায় সরব আলোচনা হয়। মন্ত্রিসভার একাধিক সিনিয়র সদস্য বিষয়টি নিয়ে কথা বলেন। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য জানান, আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ নির্বাচনের মতোই ভবিষ্যতে প্রতিটি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তো আমরাই এনেছিলাম। কিন্তু এখন আর সেটার প্রয়োজন নেই।’ শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও ভবিষ্যতে সেভাবেই নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’ তিনি বলেন, আগামী প্রতিটি নির্বাচনে মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এর সব রকম ব্যবস্থা গ্রহণ করবে সরকার। বৈঠক সূত্র জানায়, গতকালের আলোচনায় গার্মেন্টস খাত নিয়ে আলোচনা হয়েছে। আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই গার্মেন্টস খাত থেকে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আসে। বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, একটি বাদে বন্ধ সব কারখানা খুলে দেওয়া হয়েছে। শ্রমিকদের উপস্থিতিও ৮০ শতাংশ। তিনি মন্ত্রিসভাকে বলেন, শ্রম আইন অনুযায়ী যেভাবে চাকরিচ্যুত করার নিয়ম সেভাবেই অভিযুক্তদের মালিকপক্ষ চাকরিচ্যুত করেছে। এখন কারও বকেয়া পাওনা থাকলে তা দ্রুত পরিশোধ করার জন্য মালিকপক্ষকে বলে দেওয়া হয়েছে। এদিকে বৈঠকে নারী জঙ্গি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠক সূত্র জানায়, আশকোনার জঙ্গি আস্তানার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কীভাবে ব্রেইন ওয়াশ করা হচ্ছে যে মহিলারাও জঙ্গি হয়ে গেছে। এদিকে বৈঠক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, গতকালের বৈঠকে দি এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (অ্যাপটা) দ্বিতীয় সংশোধনীর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তিতে সপ্তম দেশ হিসেবে মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবেও সায় দিয়েছে সরকার। বর্তমানে অ্যাপটায় সদস্য হিসেবে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাওস রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সবগুলো সদস্য দেশ সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন দিলে ১৩ জানুয়ারি থাইল্যান্ডে অ্যাপটার মন্ত্রিপর্যায়ের সভায় মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্তির চুক্তি স্বাক্ষরিত হবে।

সর্বশেষ খবর