মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
রাষ্ট্রপতির সংলাপে জাসদ

ইসি গঠন করতে হবে মুক্তিযুদ্ধের চেতনার

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে জাসদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনের দাবি জানানো হয়েছে। দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ নেতারা এ লক্ষ্যে ৭ দফা দাবি পেশ করেন। গতকাল বঙ্গভবনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ জাসদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতিকে দেওয়া লিখিত প্রস্তাব পাঠ করেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার। প্রতিনিধি দলে  আরও ছিলেন রবিউল আলম, মীর হোসাইন আখতার, ডা. এম এ করিম, মোশাররফ হোসেন, ড. আনোয়ার হোসেন, ইকবাল হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট জিকরুল আহমেদ, নুরুল আখতার ও নাট্যকার নাদের চৌধুরী। জাসদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় আস্থাশীল ব্যক্তিদের নিয়ে ইসি গঠন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী ইসি গঠনের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন, আইন প্রণয়নের আগে ইসি গঠন বিষয়ে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি ও হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি এবং দেশের সাংবিধানিক পদে অধিষ্ঠিত এমন ব্যক্তিদের সমন্বয়ে বাছাই কমিটি গঠন, আইন তৈরির জন্য ইসির মেয়াদ পূর্ণ হওয়ার ছয় মাস আগে আইনানুযায়ী ইসি গঠনের কার্যক্রম শুরু, বাছাই কমিটি কর্তৃক রাজনৈতিক দলসমূহ, সামাজিক নাগরিক সংস্থা এবং দেশের যে কোনো নিবন্ধিত ভোটারের কাছ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে নামের প্রস্তাব আহ্বান করা। রাষ্ট্রপতিকে দেওয়া লিখিত প্রস্তাবে বলা হয়, ২০১১ সালে ইসি গঠন প্রসঙ্গে তৎকালীন রাষ্ট্রপতির কাছে জাসদের পক্ষ থেকে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তৎকালীন পরিস্থিতিতে সুনির্দিষ্ট আইন করা সম্ভব হয়নি। তবে তৎকালীন রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাছাই কমিটি গঠন করা হয়েছিল। জাসদ মনে করে, বাছাই কমিটি গঠন ইতিবাচক পদক্ষেপ হলেও সংবিধানের ১১৮ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী ইসি গঠন প্রসঙ্গে সুনির্দিষ্ট আইন প্রণয়ন দেশের নির্বাচনী ব্যবস্থা সুদৃঢ় করবে।

সর্বশেষ খবর