মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অসুখে-বিসুখে ভালো নেই ফেরদৌস কোরেশী

নিজস্ব প্রতিবেদক

অসুখে-বিসুখে ভালো নেই ফেরদৌস কোরেশী

অসুখে-বিসুখে ভালো নেই প্রথিতযশা সম্পাদক-সাংবাদিক, রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ড. ফেরদৌস আহমেদ কোরেশী। শরীর-মন ভেঙে পড়েছে তার। বিছানাই এখন তার ঠিকানা। ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলেন। উন্নত চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন, সেই সামর্থ্যও নেই তার পরিবারের। আর্থিক টানাপড়েনে নিয়মিত বড় হাসপাতালে চিকিৎসাও নিতে পারছেন না প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) এই চেয়ারম্যান। সর্বশেষ ২০১৫ সালের ২১ অক্টোবর রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর প্রায় অর্ধমাস ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। আর্থিক টানাপড়েনের কারণে শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেই বাসায় ফেরেন ওয়ান-ইলেভেনে আলোচিত এই রাজনীতিবিদ। এরপর থেকে এক বছরের বেশি সময় ধরে বাসায় বিছানায় শুয়ে কাটছে এক সময়ের তুখোড় এই ছাত্রনেতার। ওয়ান-ইলেভেনে অনেকেই তার অর্থ সম্পদ নিয়ে নানা মুখরোচক আলোচনা হলেও বস্তুতপক্ষে তিনি ছিলেন একজন সৎ রাজনীতিবিদ। শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় ড. ফেরদৌস কোরেশীর সহধর্মিণী নিলুফার পান্না কোরেশী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এক বছর আগে স্ট্রোক করার পর থেকে ঘরে আর হাসপাতালই তার স্বামীর ঠিকানা। খাওয়া দাওয়া স্বাভাবিক থাকলেও বিছানায় শুয়ে থাকতে হয় তাকে। কথা বলেন ইশারা ইঙ্গিতে। উন্নত চিকিৎসা জরুরি।’ ড. কোরেশীর রাজনৈতিক সহকর্মী অধ্যক্ষ এম এ হোসেন জানান, ‘ড. কোরেশীর মতো একজন নীতিবান রাজনৈতিক নেতার আজ বড় অভাব। তার মতো রাজনীতিবিদ আজ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। আইয়ুববিরোধী আন্দোলনে যে ছাত্রনেতাকে ‘দার্শনিক’ হিসেবে বিশ্বের গণমাধ্যম আখ্যা দিত, সেই ডাকসুর ভিপি আজ বিছানায় শয্যাশায়ী। তিনি আজ সুচিকিৎসা পাচ্ছেন না। অবিলম্বে তার সুচিকিৎসার জন্য বিদেশ নিতে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি।’ প্রথিতযশা সাংবাদিক ও সম্পাদক ড. ফেরদৌস আহমেদ কোরেশীর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন কয়েকজন সম্পাদক। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘ড. ফেরদৌস আহমেদ কোরেশীর মতো একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও উদার গণতন্ত্রের প্রবক্তা আজ গুরুতর অসুস্থ। তার সুচিকিৎসার জন্য জরুরি সহযোগিতা প্রয়োজন। অবিলম্বে তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের নীতিনির্ধারকদের প্রতি আবেদন জানাচ্ছি।’ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দি নিউজ টু ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এস এম বাহাউদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক জাকারিয়া চৌধুরী ও দৈনিক গ্রীন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। ’৬০-এর দশকের মেধাবী ছাত্রনেতা ড. কোরেশী তৎকালীন অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর তিনি ১৯৬১ সালে ডাকুসর ভিপিও নির্বাচিত হন। অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনার বিকাশে তার অবদান ছিল অসামান্য। ৬ দফা ও ১১ দফাভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশীর ভূমিকা ছিল অবিস্মরণীয়। ’৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তাঞ্চল থেকে মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসেবে দেশবাংলা পত্রিকা বের করেন ড. কোরেশী। ওই সময় থেকেই তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলে ওই দলের প্রথম যুগ্ম মহাসচিবও ছিলেন ড. কোরেশী। ২০০৭ সালে তিনি প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) দল গঠন করেন। এখন পর্যন্ত তিনি ওই দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

সর্বশেষ খবর