মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নারী-শিশু জঙ্গিবাদে জড়ানো অমানবিক

--------কাজী রিয়াজুল হক

নিজস্ব প্রতিবেদক

নারী-শিশু জঙ্গিবাদে জড়ানো অমানবিক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, নারী ও শিশুদের জঙ্গিবাদে জড়ানো খুবই অমানবিক। যারা তাদের ব্যবহার করছে তারা চরম মাত্রায় মানবাধিকার লঙ্ঘন করছে। তবে যেখানে নিষ্পাপ শিশুরা থাকবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত হবে সতর্কতার সঙ্গে অভিযান চালানো। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে বেলা ১২টার দিকে তিনি চিকিৎসাধীন জয়পুরহাটে দুর্বৃত্তের হাতে আহত এক স্কুলছাত্রী এবং দক্ষিণখানের আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের পর উদ্ধার হওয়া আহত শিশুকে দেখতে যান। কিন্তু শিশুটি পোস্ট অপারেটিভে থাকায় তাকে দেখতে পারেননি জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান। জয়পুরহাটে আহত স্কুলছাত্রীর বিষয়ে কাজী রিয়াজুল হক বলেন, তার মাথায় চাপাতি জাতীয় কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মাথার হাড় ভেঙে গেছে। সে এখনো অচেতন। এটি ন্যক্কারজনক ঘটনা। এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এসব মানুষের শাস্তি নিশ্চিত করতে হবে। এ বছর বিশ্বে মানবাধিকার বেশি লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সেই প্রভাব কিছুটা আমাদের দেশে তো পড়বেই। যেমন জঙ্গি তৎপরতা বাংলাদেশে চলছে। এদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গত শুক্রবার রাতে জয়পুরহাটের কালাই উপজেলার বানদিঘী গ্রামে নিজ ঘরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় এই স্কুলছাত্রী। আহত অবস্থায় তাকে প্রথমে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রবিবার রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর