মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোটা দাবি করে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে ধর্মীয় সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তাসহ তাদের সব নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। গতকাল বনানী কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সংখ্যালঘুরা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সেজন্য সংসদে সংরক্ষিত আসন, সরকারি চাকরি এবং উচ্চ শিক্ষার সুযোগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। খ্রিস্টান সম্প্রদায়ের গাজীপুর অঞ্চলের নেতা ডেভিড গমেজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী, সুনীল শুভরায়, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, খ্রিস্টান সম্প্রদায়ের পিউস গমেজ ও রনি গমেজ। এরশাদ বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের ভাইয়েরা দেশকে সম্মানিত করেছেন। আমাদের দেশ থেকে প্রথমবারের মতো খ্রিস্টজগতের কার্ডিনাল নিযুক্ত হয়েছেন। জাতীয় পার্টির শাসনামলে পোপ তৃতীয় জনপল বাংলাদেশ সফর করেছেন। রাষ্ট্রপতি হিসেবে আমি প্রথমবার ভ্যাটিকান সফর করে পোপের সঙ্গে সাক্ষাৎ করেছি। এরশাদ উল্লেখ করেন, জাতীয় পার্টির শাসনামলে সংখ্যালঘুদের নির্যাতনের শিকার হতে হয়নি। জাতীয় পার্টি আবার ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা হবে।

মহাসমাবেশ সফলে মিছিল : ১ জানুয়ারি জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে ধারাবাহিক পথসভা ও প্রচার মিছিলের অংশ হিসেবে গতকাল শ্যামপুরের মীরহাজীরবাগ ও দোলাইরপাড় এলাকায় পথসভা ও মিছিল করেছে ৫১ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি। সভায় বক্তব্য রাখেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। এ ছাড়া মহাসমাবেশ সফল করতে গতকাল বনানীর কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উত্তরের সভাপতি ফয়সল চিশতী।

সর্বশেষ খবর