মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ সীমান্ত সিল করা হবে

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ সীমান্ত সিল করা হবে

আগামী দেড় বছরের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল গুয়াহাটিতে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন, ‘আমরা ২২৩.৭ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং সেই কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দেড় বছরের  এই সীমান্ত সিল করে দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যাবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের সঙ্গে আমাদের খুব ভালো ও উষ্ণ সম্পর্ক রয়েছে। প্রতিবেশী এই দেশটির সঙ্গে আগামীতে আমরা এই সম্পর্ক বজায় রাখতে চাই।’

আসামে অনুপ্রবেশ এবং তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের বিষয়টি উত্থাপন না করলেও আসামের মানুষদের এ দিন আশ্বাস দেন যে, বিজেপি আসাম চুক্তির ৬ নম্বর ধারা অনুযায়ী আসামের দেশীয় নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করতে বিজেপি সরকার কাজ করে যাবে, প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবেও বলে জানান তিনি। আসামে অশান্তি সৃষ্টিকারী কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের সঙ্গে কেন্দ্র কোনো আপস করবে না বলেও এদিন পরিষ্কার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ খবর