বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিরিজ বাঁচানোর লড়াই

ইনজুরিতে দলে নেই মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

নেলসনের স্যাক্সটন ওভাল। ছবির মতো সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের কথা উঠতেই ভেসে ওঠে ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের একটি ম্যাচের দৃশ্য। বাংলাদেশ লড়াই করছে স্কটল্যান্ডের সঙ্গে। ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে ফিরছেন সাকিব-তামিমরা। চার চারটে হাফ সেঞ্চুরি সেদিন ১১ বল হাতে রেখেই বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিল। দারুণ সে জয় বাংলাদেশের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পথ সুগম করেছিল। আজও কী এখানে ভাগ্য সহায়ক হবে মাশরাফিবাহিনীর! তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ক্রাইস্টচার্চে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ নেলসনের স্যাক্সটন ওভালে জয়ের বিকল্প নেই। মুশফিকের ইনজুরি আর মুস্তাফিজের বাধ্যতামূলক বিশ্রামের পরও আগের চেয়ে আত্মবিশ্বাসী হিসেবেই মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ। কোচ হাতুরাসিংহে নেলসনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ছেলেরা আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী।’ গত ম্যাচে হারলেও ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে মুশফিকের ইনজুরির পরও ২৬৪ রান করাটাই শক্তি জোগাচ্ছে বাংলাদেশকে। টেস্ট অধিনায়কের ইনজুরির কারণে গত ম্যাচে টাইগাররা পাঁচ ওভার ব্যাটিংই করতে পারেনি। বাংলাদেশের লড়াকু মনোভাব দেখে নিউজিল্যান্ডও অবাক। ৪৮ রানে তিন উইকেট হারানোর পরও দুরন্ত ব্যাটিং করেছে টাইগাররা। মাশরাফি তো বলেছেনই, সাকিব অসময়ে দুর্ভাগ্যক্রমে আউট না হলে আর মুশফিক ইনজুরিতে না পরলে ম্যাচটা বাংলাদেশ জিততেও পারত! নেলসনে বাংলাদেশের দারুণ একটা রেকর্ড রয়েছে। এই মাঠে সর্বোচ্চ দলীয় ইনিংস বাংলাদেশের দখলে। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রান তাড়া করে ৩২২ রান করেছিল টাইগাররা এই মাঠেই। ২০০৯ সালে দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম হওয়ার পর এটাই সর্বোচ্চ দলীয় ইনিংস। এখানে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ২৮৫ রান! মাঠের পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষেই। তবে নিউজিল্যান্ডের অতিরিক্ত বাউন্সি উইকেটে খেলা নাকি বেশ কঠিন। যদিও বিশেষজ্ঞরাই এরই মধ্যে ঘোষণা করেছেন, নেলসনের স্যাক্সটন ওভাল দারুণ ব্যাটিং সহায়ক উইকেট। এখানে চার-ছক্কার ফুলঝুড়ি দেখা যাবে। দুই দলের মধ্যে মূলত পরীক্ষা হবে ব্যাটিংয়ে। কার ব্যাটে কত জোর! আজকের ম্যাচ এরই মধ্যে শুরু হয়ে গেছে। জয়-পরাজয়ের হিসেব কষতে শুরু করেছেন ভক্তরা। কে জানে, টাইগাররা নিজেদের জন্য কাজটা সহজ করতে পারল কি না! তবে আজই শেষ সুযোগ। নেলসনে আজ জিতলেই কেবল শনিবারের ম্যাচের গুরুত্ব থাকবে!

সর্বশেষ খবর