বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে ৪০ ফুট উঁচু দেয়াল দেওয়ার প্রস্তাব মিয়ানমারে

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দেয়াল তুলতে মিয়ানমারের আরাকান রাজ্যের আইনসভায় প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ প্রস্তাব নথিভুক্তও হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও এ প্রস্তাবটি এসেছে। খবর বিবিসির। গত সপ্তাহে মিয়ানমারের রাজনৈতিক দল ইউএসডিপির (ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) পক্ষ থেকে এ প্রস্তাব তুলে ধরা হয়। এরপর চলতি সপ্তাহে গত সোমবার আলোচনা শেষে তা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে। মিয়ানমারের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে। সংবাদ মাধ্যম দি ইরাবতী নিউজ জানায়, ইউএসডিপি দলের একজন সংসদ সদস্য ইউ জো জো মিং এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারকে আলাদা করার জন্য সীমান্তে ৩০ থেকে ৪০ ফুট উঁচু ইটের দেয়াল তোলার সুপারিশ করেন। দুদেশের মধ্যকার প্রস্তাবিত এই দেয়ালের  ঘনত্ব ৫ থেকে ১০ ফুট করার কথাও বলেন তিনি। ইউ জো জো মিং যুক্তি তুলে ধরে বলেছেন, এক দেশ থেকে আরেক দেশে অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তার কারণে পশ্চিমা অনেক দেশে এ ধরনের দেয়াল  তৈরির চিন্তা-ভাবনা চলছে। আরাকান রাজ্য সভার তিনজন সদস্য তার এ প্রস্তাবে সমর্থন দেন। প্রাপ্ত খবর অনুযায়ী, দুই প্রতিবেশী দেশের মধ্যে দেয়াল তৈরির প্রস্তাব রাজ্যের পার্লামেন্ট পর্যন্ত গেলেও, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে এ ধরনের কোনো আনুষ্ঠানিক খবর বা প্রস্তাব এখনো আসেনি।

সর্বশেষ খবর