বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কঠোর অবস্থানের কারণে ভোট শান্তিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

কঠোর অবস্থানের কারণে ভোট শান্তিপূর্ণ

ইসির কঠোর অবস্থানের কারণে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ। গতকাল ভোট শেষে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দুষ্কৃতকারীদের দমনে কঠোর অবস্থানের কথা তুলে ধরে কাজী রকিব বলেন, দুষ্কৃতকারী ইজ এ দুষ্কৃতকারী। তাদের আমরা শর্ট দেম আউট করে দেব। এ ছাড়া এ নির্বাচনে ভোটার কম থাকায় ভোটের গোপনীয়তা রক্ষা চ্যালেঞ্জ ছিল বলেও মনে করেন তিনি। সিইসি বলেন, প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিয়েছেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট চলে। সিইসি জানান, প্রচলিত নির্বাচন ব্যবস্থা থেকে ভিন্ন এবং ভোটার সংখ্যা কম হলেও নির্বাচন কমিশন এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা নিয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে যাতে কোনো শঙ্কা না থাকে, প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে স্বাচ্ছন্দ্যে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে জন্য ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়।

দুষ্কৃতকারী ইজ এ দুষ্কৃতকারী : সিইসি জানান, সংসদ থেকে এ পর্যন্ত অনেকগুলো নির্বাচন করা হয়েছে। কিছু কিছু স্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। তিনি জানান, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং দুষ্কৃতকারীদের কঠোর হস্তে মোকাবিলা করতে হয়। দুষ্কৃতকারী ইজ এ দুষ্কৃতকারী। রাজনৈতিক দলগুলোও আমাদের বলেছে—দুষ্কৃতকারীরা তাদের কেউ না, শর্ট দেম আউট। আমরা শর্ট দেম আউট করে দেব। কিছু স্থানে সমস্যা থাকলেও সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানান কাজী রকিব।

সর্বশেষ খবর