শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম কাস্টমস হাউসের গোপন নথি গার্মেন্ট ফ্যাক্টরিতে

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামের একটি গার্মেন্ট ফ্যাক্টরি থেকে কাস্টম হাউসের ৬৫টি গোপন নথি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা দল। কাস্টমস ইন্টেলিজেন্স থেকে জানানো হয়েছে, গতকাল চট্টগ্রামের নয়াবাজার এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে আসবাবপত্রের ভিতর থেকে নথিগুলো উদ্ধার করে গোয়েন্দারা। খবর : বিবিসির।

সূত্র জানায়, তাত্ক্ষণিকভাবে নথিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের। এর মধ্যে ১১টি নথি ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত, ৪৩টি বিচারাধীন বিভিন্ন মামলা এবং বাকি ১২টি শুল্ক ও অন্যান্য বিষয়ক নথি রয়েছে। কিন্তু কাস্টমস হাউসের গোপন নথি কী করে একটি গার্মেন্ট কারখানায় গেল, তা জানা যায়নি। শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ব্যাংক গ্যারান্টি ও বিচারাধীন মামলার মতো স্পর্শকাতর নথি কী করে গার্মেন্টে গেল, সে বিষয়ে তারা পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নিয়েছে।

সর্বশেষ খবর