শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএনপির ওপরে থাকবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ওপরে থাকবে জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপিকে বাধ্য হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসতে হবে। বিএনপির সাংগঠনিক শক্তি অনেক দুর্বল হয়ে গেছে। তাই ওই নির্বাচনে বিএনপির ওপরে জাতীয় পার্টি থাকবে। গতকাল রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, ‘সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন চাই। সে অনুযায়ী বর্তমান সরকারের অধীনই নির্বাচন হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। আগামী সংসদ নির্বাচনে জাপা ৩০০ আসনেই প্রার্থী দেবে।’ এরশাদ বলেন, ‘আমরা যতবারই এককভাবে নির্বাচন করেছি, প্রতিবারই ভালো করেছি। বরং জোটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। বিএনপি নির্বাচনে যাবে কিনা, তা জানি না। তবে বাধ্য হয়ে তাদের নির্বাচনে আসতে হবে।’ জেলা পরিষদ নির্বাচন সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, এটি জনগণের নির্বাচন ছিল না। এ নির্বাচনের সব ভোটার ছিলেন সরকারি দলের। এটি মৌলিক গণতন্ত্রের নির্বাচন ছিল না। তাই নির্বাচনে জাপা যায়নি। ১ জানুয়ারি দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, মেজর খালেদ আখতার (অব.), ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এমপি, কাজী আশরাফ সিদ্দিকি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর