শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইত্যাদি এবার দিনাজপুরে

সাংস্কৃতিক প্রতিবেদক

ইত্যাদি এবার দিনাজপুরে

বিটিভিতে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আজ দিনাজপুরের গৌরব ও ঐহিত্যের চিত্র তুলে ধরবে। এটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটির পরিচালনা ও উপস্থাপনায় থাকবেন হানিফ সংকেত।  ফাগুন অডিও ভিশন নির্মিত এবং কেয়া কসমেটিকস লিমিটেডের স্পন্সর করা এ অনুষ্ঠানে উত্তরাঞ্চলের প্রাচীন জেলা দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্ননিদর্শন, পর্যটন ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করা হবে। এইসঙ্গে থাকবে বিরামপুর উপজেলার জন্মান্ধ ভ্যানচালক মহাসিন আলী ও তার পরিবারের ওপর একটি মানবিক প্রতিবেদন। সংশিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠানটি ধারণ করা হয় দিনাজপুরের অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক কুঠিবাড়ির সামনে, যা বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার। ইত্যাদির ধারণ উপলক্ষে সেদিন দিনাজপুরে ছিল উৎসবের আমেজ। বর্ণিল আলোয় সাজানো ওই কুঠিবাড়িতে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। হাজার হাজার দর্শক প্রচণ্ড শীতের মধ্যে খোলা মাঠে দীর্ঘ সময় বসে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন ইত্যাদির ধারণ অনুষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর