শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
আসছে ৫ জানুয়ারি

বিএনপিকে রাজপথে নামতে দেওয়া হবে না : হানিফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে— জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপিকে এদিন রাজপথে নামতে দেওয়া হবে না। জনগণ তাদের নামতে দেবে না। গতকাল দুপুরে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত যৌথ সভায় তিনি একথা বলেন। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভার প্রস্তুতি নিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ যৌথ সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, হুমায়ুন কবির, ডা. দিলীপ রায়, সহিদুল ইসলাম মিলন, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। মাহবুব উল আলম হানিফ আরও বলেন, নির্বাচন বানচালের নামে যারা মানুষ হত্যা করে, তাদের কোনো কর্মসূচি পালনের অধিকার নেই। তাদের এদেশের মানুষ রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেবে না। তিনি বলেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচনই শুধু বর্জন করেনি, তারা নির্বাচন বানচাল করতে ৪৭ জন মানুষ হত্যা কমরছে। ৫ শতাধিক স্কুল পুড়িয়ে দিয়েছে। তারা দেশজুড়ে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। গণতন্ত্র হত্যা চেষ্টার জন্য এই বিএনপি অভিযুক্ত।

সর্বশেষ খবর