শিরোনাম
রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি, পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদকে (ডন) লক্ষ্য করে গতকাল সকালে গুলি ছোড়া হয়েছে। তবে গুলিটি লক্ষ্যভেদ করে পথচারী শিপ্রা কুণ্ডুর গায়ে লাগলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১০টা দিকে জেডএ মাহমুদ মহানগরীর দোলখোলা মোড় থেকে  মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ইসলামপুর রোডে শিতলাবাড়ি মন্দিরের কাছে মোটরসাইকেল থামিয়ে তিনি স্থানীয় যুবক সেলিমের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে দুটি  মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তাকে অতিক্রম করার সময় কাছ থেকে গুলি করে। কিন্তু অস্ত্র দেখে সেলিম নামের ওই যুবক জেডএ মাহমুদকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এতে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং এটি পথচারী শিপ্রা কুণ্ডুর (৫০) বুকে লাগে। ঘটনার পর জেডএ মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর তিনি মোটরসাইকেল রেখে দৌড়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেন। এ সময় আরও এক রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। তবে গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে  আওয়ামী লীগ নেতা আরও জানান, দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত আসে। তাদের একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুর্বৃত্তদের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে তিনি তাদের চিনতে পারেননি। পুলিশ জানায়, গুলিবিদ্ধ শিপ্রাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই স্থানীয় সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। পরে সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নেত-কার্মীরা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

সর্বশেষ খবর