রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুই নৌকায় পা দিয়ে পার হওয়া যায় না

নিজস্ব প্রতিবেদক

দুই নৌকায় পা দিয়ে পার হওয়া যায় না

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘দুই নৌকায় পা দিয়ে নদী পার হওয়া যায় না। তাই দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলকে শক্তিশালী করুন। জায়গায় জায়গায় খানকা শরিফ খুলবেন না। এরশাদের নেতৃত্বে এক তরিকায় থাকতে হবে। এরশাদকে ছাড়া আগামীতে কেউ ক্ষমতায় যেতে পারবে না।’ আজ জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল রাজধানীর কলাবাগানের সুলতানা টাওয়ারে ঢাকা-১০ আসনভুক্ত চারটি থানার যৌথ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা-১০ আসন সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভুইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও হাজারীবাগ থানা সাধারণ সম্পাদক জাকির হোসেন মল্লিকের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আলহাজ মো. শাহজাহান, এম এ সাঈদ, হাজী সাব্বির আলী, মো. ইসকান্দার মোল্লা, মো. অপু শিকদার প্রমুখ।

সর্বশেষ খবর