সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিগগিরই ধরা হবে হত্যাকারীদের

—স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গাইবান্ধায় সরকারি দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে যারা হত্যা করেছে, তাদের শিগগিরই ধরা হবে। হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন হিসেবে এই পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। আটকাভিযান  চলছে। আমরা তথ্য উদঘাটনের চেষ্টা শুরু করেছি। দ্রুতই দুষ্কৃতীকারীদের শনাক্ত করব। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  আসাদুজ্জামান খান বলেন, খুনিদের কী পরিকল্পনা ছিল, তা বের করতে অনুসন্ধান চলছে। সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনাটি সন্ত্রাসীদের নতুন ডাইমেনশন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হঠাৎ করে এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা সন্ত্রাসীদের নতুন অধ্যায় হতে পারে। এর মাধ্যমে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি। সবকিছু লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। এর আগেও আমরা সন্ত্রাসীদের কঠিন হাতে দমন করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো নজির নয়। এ ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সেটা ঠিক না। আইনশৃঙ্খলা অত্যন্ত স্বাভাবিক আছে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মোটেও উদ্বিগ্ন নই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট পারদর্শী। তাদের ওপর আমাদের বিশ্বাস আছে।

সর্বশেষ খবর