সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সারা দেশে এখন অবিচারের সংস্কৃতি

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে এখন অবিচারের সংস্কৃতি

মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, হকার উচ্ছেদ করার উদ্যোগটি বাস্তবায়ন করা হলে তাদের ওপর অবিচার করা হবে। এ ধরনের অবিচারের সংস্কৃতি সারা দেশেই চলছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের এক বিক্ষোভ সমাবেশে  এ কথা বলেন তিনি। হলিডে মার্কেটের নামে হকার উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করে হকার্স ইউনিয়ন। সংগঠনটির অভিযোগ, আগামী ৫ জানুয়ারির মধ্যে ফুটপাথের সব দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে ফুটপাথ থেকে হকারদের উচ্ছেদ করা অন্যায়-অবিচার। সামাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, হকারদের এই আন্দোলন সংগ্রাম ন্যায্য সংগ্রাম। আমরা বলেছিলাম যারা ফুটপাথে দোকান করবে, তাদের আইডি কার্ডের ব্যবস্থা করতে। কিন্তু এর ফলে কর্তৃপক্ষের লোকেরা তাদের নিজেদের পকেট ভারী করতে পারবে না বলেই কার্ডের ব্যবস্থা করেনি। হকাররা বরাবরই বলছে— অন্যখানে জায়গা দিলে তারা ফুটপাথ ছেড়ে দেবে। অন্যখানে জায়গা না দিয়ে এ ব্যবস্থা করা যাবে না। কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, হকারদের কারণে রাস্তায় যানজট-ভোগান্তির দোহাই তুলছেন। যখন এমপি-মন্ত্রীরা রং সাইড দিয়ে গাড়ি চালান, ফলে যে যানজট সৃষ্টি হয় তখন তো তা আপনারা দেখেন না। ভিআইপিরা রাস্তায় বের হলে শুরু হয় দীর্ঘ যানজট। এর জন্যও তো কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব লাভলু, জলি তালুকদার, সেকেন্দার হায়াত প্রমুখ। সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত একটি মিছিল বের করে রাজধানীর ফুটপাথের হকাররা।

সর্বশেষ খবর