সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতিসংঘের দায়িত্ব নিলেন নতুন মহাসচিব

জাতিসংঘের দায়িত্ব নিলেন নতুন মহাসচিব

নতুন বছরকে শান্তির বর্ষে রূপান্তরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতেরেস। খ্রিস্টিয় নতুন বছর উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার ডাক দেন তিনি। গতকাল বিদায়ী মহাসচিব বান কি মুনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক এ পর্তুগিজ প্রধানমন্ত্রী। নববর্ষের বাণীতে গুতেরেস বলেন, ‘জাতিসংঘের মহাসচিব       হিসেবে প্রথম দিনে একটি প্রশ্ন আমার হূদয়ে প্রচণ্ডভাবে প্রভাব ফেলে, কীভাবে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধাক্রান্ত ও চলমান যুদ্ধে চরম দুর্ভোগের শিকার লাখো মানুষকে সাহায্য করতে পারি।’ বিশ্বজুড়ে অস্থিরতার কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, বেসামরিক নাগরিকরা বড় শক্তির কাছে জিম্মি। নারী, শিশু ও পুরুষরা হত্যার শিকার এবং আহত হচ্ছেন। হচ্ছেন বাড়ি থেকে বিতাড়িত, দখলচ্যুত এবং পরিত্যক্ত। এমনকি হাসপাতাল ও সাহায্যের বাহনগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তিনি আরও বলেন, এসব যুদ্ধে কেউ জয়লাভ করতে পারে না, সবারই পরাজয় ঘটে। কোটি কোটি ডলার খরচ হয়, সমাজ ও অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, অবিশ্বাস ও ভয়ের সৃষ্টি হচ্ছে, যা বংশ পরম্পরা পর্যন্ত অব্যাহত থাকে। সমগ্র অঞ্চল অস্থিতিশীল হয় ও বৈশ্বিক সন্ত্রাসবাদ আমাদের সবাইকে আক্রান্ত করে।’ নতুন বছরে অংশগ্রহণমূলক নতুন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ‘আসুন শান্তি-ই সর্বাগ্রে রাখার সিদ্ধান্ত নিই আমরা। আসুন ২০১৭ সালকে এমন বছরে পরিণত করি যেখানে আমরা সাধারণ নাগরিকরা, সরকারগুলো ও নেতারা সবাই সব রকমের বৈষম্য নিরসনে কাজ করব’। ডেইলি মেইল

সর্বশেষ খবর