মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
টি-২০ সিরিজ শুরু আজ

অধরা জয়ের দেখা মিলবে তো

ক্রীড়া প্রতিবেদক

একটি প্রস্তুতি ম্যাচ, তিনটি ওয়ানডে—সবগুলোতে হার এবং ব্যবধান বেশ বড়। তাই নেপিয়ারে আজ শুরু তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের জয়ের স্বপ্ন দেখা একটু বেশিই। তারপরও স্বপ্ন দেখতে ভালো লাগে বলেই ‘জয়ের স্বপ্ন’ নিয়ে আজ অপেক্ষায় থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। নেপিয়ার নিউজিল্যান্ডের ষষ্ঠ বৃহত্তম শহর। জনসংখ্যা সোয়া লাখ ছাড়িয়ে। প্রশান্ত মহাসাগরের তীরঘেঁষা শহরটি যেন ক্যানভাসে আঁকা। অপরূপ সৌন্দর্যের নেপিয়ারের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম ম্যাকলিন পার্ক। ক্রিকেটের পাশাপাশি  রাগবিও হয় নিয়মিত। ১৯৫২ সালে স্থাপিত স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত ১০টি টেস্ট ছাড়াও ওয়ানডে হয়েছে ৪২টি। কিন্তু চার-ছক্কার জমজমাট আন্তর্জাতিক টি-২০ ম্যাচের কোনো স্বাদ পায়নি নেপিয়ারবাসী। আজ তার স্বাদ পাবে। যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায়। বৃষ্টি বাধা হওয়াতেই গতকাল অনুশীলন করতে পারেননি মাশরাফিরা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাকলিন পার্কে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি খেলতে নামবে দুই দল। ফ্লাড লাইটের আলোর ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-২০ ম্যাচের অভিষেক হবে ম্যাকলিন পার্কের।  টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল নিউজিল্যান্ড। বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। শুধু র‌্যাঙ্কিংয়ের পার্থক্যই নয়, পরিসংখ্যানের ভারেও এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা। আগের চার ম্যাচের সবগুলোতেই জিতেছে নিউজিল্যান্ড। ব্যবধান আবার বেশ বড়। গত মার্চে কলকাতার ইডেন গার্ডেনে টি-২০ বিশ্বকাপে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল। মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ১৪৫ রান করেছিল নিউজিল্যান্ড। কিন্তু টাইগাররা গুটিয়ে গিয়েছিল মাত্র ৭০ রানে। নিউজিল্যান্ডের মাঠে এর আগে হ্যামিল্টনে একটি মাত্র ম্যাচ খেলেছে দুই দল। তাতে ব্যবধান ছিল আরও বড়, ১০ উইকেটের। প্রথমে ব্যাট করে ৭৮ রান করেছিল বাংলাদেশ। সেটা ১১.৪ ওভার হাতে রেখেই হেসেছিল স্বাগতিকরা। অবশ্য ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের ২০৪ রানের জবাবে টাইগাররা করেছিল ১৮৯। লড়াই যা একটু ওই ম্যাচেই হয়েছিল। আজকের ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে ফিরছেন বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। আবহাওয়ার ওপর নির্ভর করেই সকালে একাদশ সাজাবেন টিম ম্যানেজমেন্ট। একাদশ যেমনই হোক না কেন, অধরা জয়ের টার্গেটেই খেলবে দল, কাল মিডিয়া মুখোমুখিতে বলেন সহঅধিনায়ক সাকিব আল হাসান, ‘ঘরের মাঠে নিউজিল্যান্ড বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। তারপরও আমরা জয়ের টার্গেটেই নামব।’ নেপিয়ারের প্রথম টি-২০ ম্যাচ শেষ করে পরের দিন দল উড়ে যাবে মাউন্ট মানগুনাইয়ে। সেখানে ৬ ও ৮ জানুয়ারি শেষ দুটি টি-২০ খেলবে দুই দল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর