বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কারা হত্যাকারী মানুষ বুঝে গেছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লিটনকে মেরে ‘ব্লেম গেম’ হচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের মানুষ বুঝে গেছে কারা লিটনের হত্যাকারী। ষড়যন্ত্র চলছে, আওয়ামী  লীগকে আর জনগণের ভোটে পরাজিত করা যাবে না। ষড়যন্ত্রকারীরা চক্রান্তের চোরাবালিতে ভেসে যাবে। আমি পরিষ্কার বলে দিতে চাই, শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে। গতকাল দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মিলনায়তনে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপনের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ আর ২০১৭ সাল এক নয়। ’৭৫ সালের বঙ্গবন্ধু অপেক্ষা ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজার গুণ শক্তিশালী। তার রক্ত-আদর্শের উত্তরসূরি শেখ হাসিনাও অনেক বেশি শক্তিশালী। তিনি বলেন, লিটন হত্যার পর তার এলাকায় যে জনপ্রতিরোধ গড়ে উঠেছে, এতেই প্রমাণ করে লিটনের কী জনপ্রিয়তা ছিল। তিনি বলেন, আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর দলটি নবচেতনায় উদ্বেলিত হয়ে যাত্রা করেছে। এখন আওয়ামী লীগের যে কোনো সমাবেশই জনপ্রতিনিধি ও তাদের ভোটারদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। তিনি বলেন, ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সর্বকালের সর্ববৃহৎ জনসভা করা হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক উগ্রবাদের বিপক্ষে নবজাগরণ ও গণজোয়ার অটুট রাখার জন্য নেতা-কর্মী ও দেশের সব শ্রেণির মানুষের উদ্দেশে বিশেষ বক্তব্য প্রদান করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

সর্বশেষ খবর