বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাসেত মজুমদার ও পল্টু আওয়ামী লীগের উপদেষ্টা হলেন

নিজস্ব প্রতিবেদক

বাসেত মজুমদার ও পল্টু আওয়ামী লীগের উপদেষ্টা হলেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে আরও দুই সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু ও প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাদের এ মনোনয়ন দেন। গতকাল আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের প্রবীণ নেতা মোজাফফর হোসেন পল্টুর জন্ম ১৯৪১ সালের ৭ অক্টোবর। তিনি ’৭৩ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ’৭৭ সালে আবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ’৮৭ থেকে ’৯৩ সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ’৯৩ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনোনীত হন। এরপর তিনি ’৯৭ সালে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০০১ সালের জাতীয় নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন। পল্টু বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। ১৯৩৮ সালে কুমিল্লায় জন্ম নেওয়া বাসেত মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। পরে এলএলবি ডিগ্রিও নেন এ বিশ্ববিদ্যালয় থেকে। ’৬৬ সালের ২৮ সেপ্টেম্বর আইন পেশা শুরু করেন তিনি। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গত বছরের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদকের পদটি এখনো শূন্য।

সর্বশেষ খবর