বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতির ডাকের অপেক্ষায় ইসলামী দলগুলো

শফিকুল ইসলাম সোহাগ

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী দলের সংখ্যা ১১। এর মধ্যে মাত্র দুটি ইসলামী রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছে। বাকি ৯টি দল নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির ডাকের অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপতির ডাক না পাওয়া দলের নেতারা বলছেন, আমরাও নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন অপরিহার্য। ইসি গঠনে আমরা রাষ্ট্রপতিকে প্রস্তাবনা দিতে চাই। আমাদের প্রস্তাব না নেওয়া হলে ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ পরিপূর্ণ হবে না। গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনার মধ্য দিয়ে শুরু হয় সংলাপ। ধারাবাহিকভাবে জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, এলডিপি, জাসদসহ বেশ কয়েকটি দলের সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ করেছেন। সংলাপে ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী ঐক্যজোট ২৯ ডিসেম্বর ও বাংলাদেশ তরীকত ফেডারেশন ৩ জানুয়ারি সংলাপে অংশ নেয়। এখন সংলাপে রাষ্ট্রপতির ডাকের অপেক্ষায় রয়েছে জাকের পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও খেলাফত মজলিস। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবদুর রহমান বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা সম্ভব নয়। আমরা চাই রাষ্ট্রপতি সব নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন উপহার দিক। আমরা রাষ্ট্রপতির দফতরে যোগাযোগ করছি। আশা করছি আগামী সপ্তাহে রাষ্ট্রপতি আমাদের ডাকবেন। এদিকে জামায়াতে ইসলামী থেকে এক বিবৃতিতে ১৯ ডিসেম্বর দলটির আমির মকবুল আহমাদ এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় সংলাপকে অর্থবহ করে তোলার জন্য ওই সংলাপে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের সুযোগ থাকা বাঞ্ছনীয়। আশা করি দেশের জনগণের যথাযথ প্রতিনিধিত্বের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংলাপে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর