শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শপথ নিলেন আইভী

নিজস্ব প্রতিবেদক

শপথ নিলেন আইভী

শপথের সময় আপ্লুত নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী এভাবেই কৃতজ্ঞতা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে —বাংলাদেশ প্রতিদিন

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জের মেয়র হিসেবে শপথ নিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাসিন্দাদের সেবক হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নির্বাচিত ২৭ জন কাউন্সিলর ও ৯ জন মহিলা কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আইভী ও প্রধানমন্ত্রী দুজনই হাস্যোজ্জ্বল ছিলেন। শপথবাক্য পাঠ শেষে প্রধানমন্ত্রী আইভীকে কাছে টেনে নেন। এ সময় আইভীর মাথায় হাত বুলিয়ে প্রধানমন্ত্রী তাকে দোয়া করেন। আইভীও প্রধানমন্ত্রীর হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর হাতে হাত রেখে আইভী তার সঙ্গে কুশল বিনিময় করেন। শপথগ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মেয়র ও কাউন্সিলররা ছবি তোলায় অংশ নেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ সময় মন্ত্রিসভার সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। শপথের পর বেরিয়ে এসে আইভী সাংবাদিকদের জানান, তিনি নারায়ণগঞ্জকে তিনি ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চান, যেখানে বজায় থাকবে শান্তি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই তিনি কাজ করবেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ খুন, হত্যাকাণ্ড, সন্ত্রাস শঙ্কা দেখতে চায় না। তারা উন্নয়ন দেখতে চায়। সেভাবেই সাজানো হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে। শামীম ওসমান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা তার কাছে বড়। সিটি করপোরেশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি হিসেবে তার পরামর্শ সঠিক হলে তা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হয়। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এ নির্বাচনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে প্রায় আশি হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন।

সর্বশেষ খবর