শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ডিএনসিসির একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন করে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ইতিমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের সব মার্কেটের ব্যবসায়ীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন পার্কে আধুনিক একটি পাবলিক টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। সাঈদ খোকন বলেন, নাশকতা এড়াতে ডিএসসিসির সব মার্কেটে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। গুলিস্তানের ফুটপাথ দখলের বিষয়ে মেয়র বলেন, গুলিস্তানের ফুটপাথ দখলমুক্ত করতে একাধিকবার হকারদের সঙ্গে সভা করা হয়েছে। হকারদের জন্য মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ফুটপাথের উভয় অংশ, বায়তুল মোকাররম লিংক রোড, দিলকুশা বাণিজ্যিক এলাকা, নবাবপুর রোড ও  সেগুনবাগিচা এলাকায় হলিডে মার্কেট করা হয়েছে। শনিবার ছাড়া প্রতি শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এই মার্কেট চালু থাকবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মার্কেটগুলোতে হকাররা ব্যবসা করতে পারবেন। হকারদের পুনর্বাসনের মাধ্যমে গুলিস্তানের ফুটপাথ পথচারী বান্ধব করা হবে। মেয়র সাঈদ খোকন বলেন, চলতি বছরের মধ্যে ১০০টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের জন্য ডিএসসিসির একটি প্রকল্প রয়েছে। ডিএসসিসি ও ওয়াটারএইডের সহায়তায় এসব টয়লেট নির্মাণ করা হবে। এতে মানুষ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে পারবে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান, সংরক্ষিত নারী আসন-৫ এর কাউন্সিলর সৈয়দ রোকসানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর