শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে

গুলশানে আগুন : অস্থায়ী মার্কেটের প্রতিশ্রুতি মেয়রের

আলী আজম

ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে

ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি ছাগল

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আগুনে পোড়া পাকা মার্কেটটি পূর্বঘোষণা থাকলেও গতকাল চালু করা হয়নি। আংশিক ক্ষতিগ্রস্ত পাকা মার্কেটের কয়েকটি দোকান সাজানো হয়েছে। যদিও  ডিএনসিসি বলছে, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতেই দোকান খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। আর কাঁচা মার্কেটের ধ্বংসস্তূপ এখনো সরানো যায়নি। বৃহস্পতিবার থেকে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ডিএনসিসি। গতকালও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিস বলছে, ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে। সর্বস্ব হারানো কাঁচা মার্কেটের ব্যবসায়ীদের জন্য মার্কেটের সামনে খোলা জায়গায় অস্থায়ী মার্কেট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে ডিএনসিসি। এদিকে আগুন লাগার তিন দিন পর বৃহস্পতিবার রাতে কাঁচাবাজার ভবনের ধ্বংসস্তূপ থেকে নয়টি জীবিত ছাগল উদ্ধার করে ফায়ার সার্ভিস। সোমবার রাতে ডিএনসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার কিছু সময় পর কাঁচা মার্কেটটি ধসে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে পাকা মার্কেটেও। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। ডিএনসিসি কাঁচা ও পাকা মার্কেটে ছয় শতাধিক দোকান ছিল। আগুনে পুড়ে যায় সাড়ে তিনশ’ দোকান এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ী নেতারা বলছেন, আগুনে ৬০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। গতকাল পাকা মার্কেটটি চালু করার ঘোষণা দিয়েছিল মার্কেট ব্যবসায়ী সমিতি। এ জন্য দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে তাগিদ দেওয়া হয়েছিল। কিন্তু মার্কেটটি চালু করতে পারেনি। গতকাল মার্কেট ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকান তালাবদ্ধ। হাতে গোনা কয়েকটি দোকান ধোয়ামোছার কাজ চলছে। মার্কেটের সামনের দিকের দু-একটি দোকানে কিছু জিনিসপত্র ও আসবাবপত্র ওঠানো হয়েছে। দু-তিনটি দোকান খুলে বসেছেন ব্যবসায়ীরা। বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন সংযোগের কাজ করছেন কেউ কেউ। পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তালাল রেজভী বলেন, চেষ্টা করা হয়েছিল মার্কেটটি পুরোপুরি খুলে দেওয়ার। কিন্তু পরিচ্ছন্নতার কাজ শেষ করতে না পারায় তা সম্ভব হয়নি। মার্কেটের এ অংশটি অক্ষত আছে। তাই আপাতত দোকান খোলা সম্ভব। তবে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেছেন, বিশেষজ্ঞ মতামত নিয়েই পাকা মার্কেটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মেয়র। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। চার দিন পার হলেও কাঁচা মার্কেটের ধ্বংসস্তূপ থেকে গতকালও ধোঁয়া বের হচ্ছিল। থেমে থেমেই ধ্বংসস্তূপের ভিতর পানি নিক্ষেপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিধ্বস্ত ভবনের অংশবিশেষ ও আবর্জনা সরিয়ে ফেলার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সংস্থাটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানিয়েছেন, পুরো ধ্বংসাবশেষ সরিয়ে ফেলতে সময় লাগবে। এ ছাড়া আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্তকাজ সঠিকভাবেই এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ফায়ার সার্ভিসের এ কার্যক্রমে সন্তুষ্ট নন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শের মোহাম্মদ বলেন, ‘ফায়ার সার্ভিস ইচ্ছে করেই ধ্বংসস্তূপ সরাতে ঢিলেমি করছে। তবে আমরা মাঠ ছাড়ছি না। কাঁচা মার্কেট আমাদের কষ্টের সম্পদ। এখানেই আমরা ব্যবসা করব। এই খোলা জায়াগায় (মার্কেটের সামনে) অস্থায়ীভাবে দোতলা মার্কেট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র আনিসুল হক। আজ শনিবার শেড নির্মাণের কাজ শুরু হবে।’ দুই-তিন দিনের মধ্যেই এখানে কাঁচা মার্কেট চালু করা যাবে বলেও আশা করেন তিনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা চার দিনেও করতে পারেনি মার্কেট কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। তালিকা তৈরির জন্য ফায়ার সার্ভিস থেকে কিছু তথ্য চেয়ে একটি ফরম দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। এ বিষয়ে ব্যবসায়ী নেতা শের মোহাম্মদ বলেন, ‘ব্যবসায়ীদের কাছে ফরম দেওয়া হয়েছে। তারা ফরম পূরণ করে দিলে আমাদের কমিটি যাচাই-বাছাই করবে। এরপর ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে ফায়ার সার্ভিসের কাছে দেব।’ গতকালও কাঁচা মার্কেট থেকে আগুনের ধোঁয়া বের হয়েছে। ব্যবসায়ীরা তাদের শেষ সম্বলটুকু পুড়ে যাওয়ার দৃশ্যের দিকে নিষ্পলক তাকিয়ে ছিল। অনেকে নীরবে অশ্রু ঝরাচ্ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুড়ে যাওয়া মার্কেটের সামনে দিন-রাত ২৪ ঘণ্টাই অবস্থান করছেন। সার্বিক নিরাপত্তায় পুলিশও মোতায়েন রয়েছে।

নয়টি ছাগল উদ্ধার : ফায়ার সার্ভিস সূত্র বলছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আগুনে পোড়া গুলশানের ডিএনসিসি কাঁচা মার্কেট ভবনের ধ্বংসস্তূপ থেকে নয়টি জীবিত ছাগল উদ্ধার করা হয়েছে। আগুন লাগার প্রায় তিন দিন পর ছাগলগুলো জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছাগল পুলিশের মাধ্যমে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর