শিরোনাম
শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনে প্রধানমন্ত্রীকে হারানো সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে প্রধানমন্ত্রীকে হারানো সম্ভব নয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারানো সম্ভব নয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রমাণ হয়েছে। সে কারণে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সরিয়ে ক্ষমতা দখল করতে চায়। গতকাল সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধুর  স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভাকে সফল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কাদের বলেন, নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে ব্যর্থ হয়ে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও একই ধরনের ষড়যন্ত্র চলছে। আগামী ১০ জানুয়ারি ঢাকার সব রাজপথ সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে মিশে যাবে। আর তাই এ জনসভার জন্য সাধারণ মানুষের যাতে কোনো দুর্ভোগ না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি প্রমুখ। সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর