শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চলে গেলেন ওস্তাদ ফতেহ্ আলী খান

প্রতিদিন ডেস্ক

চলে গেলেন ওস্তাদ ফতেহ্ আলী খান

বিশিষ্ট শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ওস্তাদ ফতেহ্ আলী খান চলে গেলেন ৮২ বছর বয়সে। ‘মোর পিয়া মোসে বোলে না’ এই অসাধারণ ঠুমরি শুনলেই অবধারিতভাবে মনের মধ্যে চলে আসে ওস্তাদ ফতেহ্ আলী খানের নাম। গত বুধবার থেমে গেল এই জাদুকণ্ঠ। গত দশদিন ধরেই ফুসফুসজনিত অসুখের কারণে তিনি পাকিস্তানের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর বিডিনিউজের। তার ভাতিজা বিশিষ্ট সংগীতশিল্পী সাফাকত আমানত আলী জানিয়েছেন, ‘পাতিয়ালা ঘরানার এই সংগীতশিল্পী ইসলামাবাদের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওস্তাদ ফতেহ্ আলী খান ১৯৩৫ সালে পাতিয়ালা শহরে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি এবং তার বড় ভাই আমানত আলী খান পাতিয়ালার মহারাজের সভাগায়ক হিসেবে দরবারে যোগ দেন। সেই সময়েই তাদের পারিশ্রমিক ছিল মাসে ১০০ টাকা।

সর্বশেষ খবর